কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত
ঝিনাইদহ চোখ-
শিক্ষা নিয়ে গড়বো দেশ-শেখ হাসিনার বাংলাদেশ-ক্রীড়াই শক্তি-হার জিত বড় কথা নয় খেলায় অংশগ্রহন করাই বড় কথা।’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে প্রতিযোগিতার উদ্বোধন করেন, উপজেলার নবাগত নির্বাহী অফিসার উছেন মে। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিকালে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নির্বাহী অফিসারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য এ্যাড. শফিকুল আজম খান চঞ্চল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অশোক সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুন, উপজেলা আ.লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম খান বাবলু, সহ-সভাপতি ফারজেল হোসেন মন্ডল, পৌর আ.লীগের সভাপতি কাজী আলমগীর, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান সহকারি প্রধান শিক্ষক ইমদাদুল হক সহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।