কালীগঞ্জ

কালীগঞ্জে বিএনপি’র ১৭ নেতাকর্মীর জামিন

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ চোখ-
ঝিনাইদহের কালীগঞ্জের নিয়ামতপুর ইউনিয়নে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি পালনকালে বাধাপরবর্তী সংঘাতের জেরে সরকার দলীয় রায়গ্রাম ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আলী হোসেন অপু বাদি হয়ে কালীগঞ্জ থানায় গত ১২ ফেব্রুয়ারি ১৪৩ ধারায় বিএনপির ২৫ নেতাকর্মীর নাম উল্লেখপূর্ব (অজ্ঞাতনামা আসামী ৬০- ৬৫ জন) একটি মামলা দায়ের করেন।

এটি কালীগঞ্জ থানার ০৯ নম্বর মামলা। এই মামলার ২৫ জন বিএনপি নেতাকর্মীর মধ্যে ১৭ জন ঝিনাইদহ জেলা জজ কোর্টে আত্মসমর্পণ করলে বিচারক তাদের অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেন।

উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে আগাম ৬ সপ্তাহের জামিন পেয়েছিলেন বিএনপি’র এই ১৭ নেতাকর্মী । জামিন পাওয়া নেতাকর্মীদের মধ্যে রয়েছেন উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন (৪৪), পিতা-মৃত মোংলা, নাঈম হোসেন (২৩), পিতা-শুকুর আলী, ঝন্টু (৫৫), পিতা-মৃত মকবুল বিশ্বাস , সাজু (৩২), পিতা-ঝন্টু, টেরা বাবলু (৪২), পিতা-আনসার, শাকিল (২২), পিতা-মফিজুর, পল্টন (৪২), পিতা-মৃত মসলেম সর্বসাং-নিয়ামতপুর, লিন্টু (৪২), পিতা-সিদ্দিকুর রহমান, ফিরোজ (৪৩), ফারুক হোসেন (৩৮), উভয় পিতা-মৃত খোকন, সর্ব সাং-মহিষাডেড়া, লিটু (৪৫), পিতা-মৃত রবিউল ইসলাম, ছটু (৩২), পিতা-সিদ্দিক হোসেন, শিপুল (৩৫), পিতা-মৃত ইউসুফ, সর্ব সাং-ফয়লা, লাল্টু (৩২), পিতা-শহিদুল, মিল্টন (৪২), পিতা-মৃত ওমর আলী, মতিয়ার (৪২), পিতা-মৃত মনির উদ্দিন মন্ডল, সর্বসাং-নরেন্দ্রপুর,সর্বথানা-কালীগঞ্জ, জেলা-ঝিনাইদহ।

জামিন পরবর্তী পতিক্রিয়ায় যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন জানান,মিথ্য মামলা দিয়ে গনতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এ আন্দোলনকে থামিয়ে রাখা যাবে না।আমরা আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম,আছি এবং থাকবো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button