কালীগঞ্জে আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্টিত
ফিরোজ আহম্মেদ, কালীগঞ্জ, ঝিনাইদহ চোখ-
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্টিত হয়েছে। রোববার সকালে পরিষদের কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে সভাতে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গির সিদ্দিকী ঠান্ডু, কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আব্দুর রহিম মোল্ল্যা, কালীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আলমগীর হোসেন।
সভাতে বক্তাগন মাহে রমজানে ঈদ ও আগাম জাতীয় নির্বাচনকে সামনে রেখে উপজেলায় সরকারী ও বিরোধী দলের রাজনৈতিক কর্মকান্ড নিয়ে আইনশৃংখলার অবননির শংকা প্রকাশ করেন। তারা উপজেলার বারবাজার হাট ইজারা নিয়ে দুটি পক্ষের মধ্যে অপৃতিকর ঘটনা ঘটতে পারে বলেও অভিমত পোষন করেন। তাই আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগে থেকেই পুলিশ প্রশাসনকে জরুরী পদক্ষেপ গ্রহনের আহব্বান জানান।
এছাড়াও শহরে চুরি ছিনতাই রোধসহ বাজার ও মহাসড়কে যানজটে জনদূর্ভোগ কমাতে কালীগঞ্জ ও বারবাজার হাইওয়ে থানার পুলিশকে পদক্ষেপ নেওয়ার কথা বলা হয় ।
সভাতে আরো বক্তব্য রাখেন, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ^াস, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, ইউ পি চেয়ারম্যান ওহিদুজ্জামান অদু, মহিবুল ইসলাম মন্টু, আলী হোসেন অপু, নাছির চৌধুরী, আবুল কালাম আজাদ, ও আলাউদ্দিন আলা, রাজু অধহম্মেদ রনি লস্কর ও আজিজুল ইসলাম খাঁ প্রমুখ।