প্রীতিলতার পাশে কালীগঞ্জ সনাতন সেবক সংসদ গ্রুপ
ফিরোজ আহম্মেদ ।। কালীগঞ্জ ।। ঝিনাইদহ চোখ-
দুইপায়ে শক্তি না থাকা কলেজ পড়ুয়া মেয়ে প্রতিবন্ধী প্রীতি লতা সাহা অনেক স্বপ্ন নিয়ে দিন কাটাচ্ছেন । তার এই স্বপ্নের পথের সারথি হিসেবে পাশে দাড়ালেন সনাতন সেবক সংসদ গ্রুপ কালীগঞ্জ ।
বৃহস্পতিবার ঝিনাইদহ কালীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা সনাতন সেবক সংসদ কালীগঞ্জ গ্রুপকে জানালে সন্ধ্যায় প্রীতি লতার দেখতে যায় ও তার স্বপ্নকে পূরণ করাতে পাশে থাকবেন বলে জানিয়েছেন।
প্রীতি লতা জানায় আপনারা আমাকে সহয়োগিতা করলে আমি পড়া লেখা করে অনেক বড় হব। আমার বাবা প্রশান্ত সাহা ১২ বছর আগে মারা গেছেন ,আমাদের কোন জায়গা জমি বাড়ি নাই।পরের জায়গায় ছাবড়া দিয়ে থাকি,মা কাজ করে যে টাকা পাই সে টাকা দিয়ে সংসার চলে কোন রকম।
প্রীতি লতার মা সুজাতা সাহা জানায় স্বামী নাই বাবার বাড়িতে কোন জায়গা না থাকায় অন্যর জমিতে ছাবড়া দিয়ে থাকা হয়।আমার দুই মেয়ে ছোট মেয়ে প্রীতি লতা এখন উচ্চ মাধ্যমিকে ২য় বর্ষের ছাত্রী। আয়ের কোন উৎস না থাকায় ছোট মেয়ে প্রীতিলতা ও সংসার চালানো নিয়ে পড়েছি অনেক বিপদে। সনাতন সেবক সংসদ গ্রুপ কালীগঞ্জ গ্রুপ আমার মেয়ের পাশে থাকবে জানালে আমি অনেকটা চিন্তা মুক্ত হলাম।আমার মেয়ের একটা বই খুব প্রয়োজন ছিল সনাতন সেবক সংসদ গ্রুপ বইটা দিয়ে গেছেন।