ঝিনাইদহ চোখ-
ঝিনাইদহ জেলার ‘চারুগৃহ শিশুস্বর্গ স্কুল’ থেকে ২০২২ সালে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ ২১ জুলাই ২০২৩ শুক্রবার বিকাল ৫টায় শহরের একটি বেসরকারী রেষ্টুরেন্টের মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজের প্রাক্তন প্রধান শিক্ষক বিশ্বেসর চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মো: শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো: বজলুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ঝিনাইদহ জেলা শাখার সহ-সভাপতি মো: জাহিদুল ইসলাম।
এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ আরেফিন অনু।
আলোচনা পর্ব শেষে শিশুস্বর্গ স্কুলের অধ্যক্ষ আরেফিন অনু অতিথিবৃন্দ ও বিদ্যালয়ের সেরা শিক্ষকদের উত্তরীয় পরিয়ে সম্মান জানান। এরপর কৃতি শিক্ষার্থীদের মেডেল, সনদপত্র ও অর্থ প্রদান করা হয়।
এ বছর বছর বিদ্যালয় থেকে ৫৫ জন বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে ২৫ জন টেলেন্টপুলসহ মোট ৪৬ জন বৃত্তি অর্জন করে যা আনুপাতিক হারে জেলার সেরা ফলাফল।