ধর্ম ও জীবন
দোয়া কবুল হয় না কেন
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘আল্লাহ্ তায়ালা পাক-পবিত্র, তাই তিনি কেবল পবিত্র জিনিসই কবুল করে থাকেন। আল্লাহ তায়ালা মোমিনদের ওই কাজই করার হুকুম দিয়েছেন; যা করার হুকুম তিনি রাসুলদের দিয়েছেন।’ আল্লাহ তায়ালা বলেন, ‘হে রাসুলরা! পবিত্র বস্তু আহার করুন এবং নেক আমল করুন।’ আল্লাহ তায়ালা আরও বলেন : ‘হে মোমিনরা! আমি তোমাদের যে পবিত্র জীবিকা দান করেছি তা থেকে আহার করো।’ তারপর নবীজি এমন এক ব্যক্তির কথা উল্লেখ করলেন যে ব্যক্তি দীর্ঘ সফরে বের হয় এবং তার চুলগুলো এলোমেলো হয়ে আছে এবং কাপড় ধুলোবালিতে ময়লা হয়ে আছে। অতঃপর সে নিজের দুই হাত আকাশের দিকে তুলে ধরে বলে : হে রব! হে রব! অথচ তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম, সে হারামভাবে লালিত-পালিত হয়েছে; এ অবস্থায় কেমন করে তার দোয়া কবুল হতে পারে! (মুসলিম : ১০১৫)।