জানা-অজানা
” হেয়ার রিমুভের পর করনীয় “………

এ.কে.এস অনিমিথ, ঝিনাইদহের চোখঃ
হেয়ার রিমুভার ক্রীম বা ব্লেড ব্যবহারের ফলে বগলের ত্বকে কালো একটা ভাব আসে, এটা দুর করতে প্রতিবার সেভ করার পর লবন+গোলাপজল+পাউডার মিক্স করে লাগিয়ে ২০ মি পর ম্যাসাজ করে ধুয়ে ফেলুন।
এ.কে.এস অনিমিথ
রুপ বিশেষজ্ঞ।