নিরাপদ সড়ক চাই (নিসচা) উদ্যোগে ঝিনাইদহে দুর্ঘটনা রোধে প্রচার ও লিফলেট বিতরণ
“নিরাপদ সড়ক চাই” (নিসচা), ঝিনাইদহ কালীগনজ উপজেলা শাখার উদ্যোগে মেইনবাসষ্ঠানে যশোর-ঝিনাইদহ মহাসড়কে সড়ক দুর্ঘটনা রোধকল্পে গণপরিবহনের চালকও জনসাধারনের জনসচেতনা বৃদ্ধিমূলক প্রচার লিফলেট কর্মসূচী পালন করা হয়।
শনিবার সকাল ১১ টার সময় “নিরাপদ সড়ক চাই” (নিসচা), কালীগঞ্জ উপজেলা শাখার উদ্যেগে প্রচার লিফলেট কর্মসূচী পালন করা হয় । নিসচা কালীগঞ্জউপজেলার সদস্য সচিব আশিকুর রহমান সোহাগ সভাপতিত্বে বারবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম , নিসচা’র কালীগঞ্জ উপজেলা শাখার আহবায়ক শিপলু জামান, যুগ্ন আহবায়ক-১ জমসেদ নাসির খান বনি, যুগ্ন-আহবায়ক -২ মিশন আলী, নির্বাহী সদস্য হাবিব ওসমান, রাজু আহমেদ , শেখ মারুফ, সোহেল রানা , জিল্লুর রহমান , জাহাঙ্গীর আলম, শাহআলম, লালনমন্ডল, আহসান কবির, নাজমুল হাসান, তকি, সুভাষদাস সহ সদস্যগণদের সাথে নিয়ে বাস,ট্রাক,কার, মাইক্রোবাস, ব্যাটারী চালিত অটোবাইক ইত্যাদি যানবাহনের ড্রাইভার ও হেলপারদেরসহ সকল যাত্রী, পথচারীদেরকে সড়ক দুর্ঘটনারোধে করণীয় লিফলেট বিতরণ করেন এবং তাদেরকে ট্রাফিক আইন সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দেন। উক্ত প্রচার কার্যক্রমে যোগদেন নিসচা’র কালীগঞ্জ শাখার উপদেষ্টা সদস্য ও কৃষকলীগ সভাপতি আবুল কামাল আজাদ প্রমুখ।