
টিপু সুলতান, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাটবারবাজার মাধ্যমিক বিদ্যালয়ের গরীব শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে নতুন স্কুল পোষাক বিতরন করা হয়েছে।
ড.রওশন আলী ও স্কুলে শিক্ষকদের আর্থিক সহযোগিতায় ঐ বিদ্যালয়ের ৭০জন শিক্ষার্থীকে নতুন পোষাক বিতরন করা হয়। বৃহষ্পতিবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাহবুর রহমান রঞ্জু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, পরিচালনা কমিটির সদস্য পারভেজ, আনোয়ার হোসেন, দৈনিক মানবকন্ঠের ঝিনাইদহ প্রতিনিধি শাহজাহান আলী বিপাশ, দৈনিক কল্যাণের কালীগঞ্জ প্রতিনিধি আরিফ মোল্লা প্রমুখ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, তার বিদ্যালয়ে প্রায় সাড়ে ৮শ শিক্ষার্থী লেখাপড়া করে। অনেক গরীব শিক্ষার্থী আছে যারা টাকার অভাবে স্কুল পোষাক কিনতে পারে না। তাই স্কুলে শিক্ষক ও স্থানীয় সমাজসেব ড.রওশন আলীর আর্থিক সহযোগিতায় প্রায় ৭০ হাজার টাকা দিয়ে ৬ষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ৪০জন মেয়ে ও ৩০ জন ছেলেকে নতুন পোষাক প্রদান করা হয়েছে। তিনি বলেন, শিক্ষকদের এ সহযোগিতা অব্যহত থাকবে।