পাঠকের কথা
প্রতিক্ষায়—সালমা ইসলাম
ঝিনাইদহের চোখঃ
আমার দক্ষিণা দুয়ার খোলা
কখন আসবে তুমি গাইবো গান
একসাথে দুজন মিলে।
বসন্ত যে যাচ্ছে চলে মনের রঙ মুছে দিয়ে।
তুমি আসলে রাঙিয়ে যাবে
শিমুল, পলাশের রঙে আমার মনের আঙিনা, ভালোবাসার রঙে রাঙিয়ে
আমায় নিও বুকে টেনে,
বলো আসবে কখন বসন্ত তো যাচ্ছে চলে
আমি তোমার প্রতিক্ষায়।
চৈত্রের আকাশে মেঘের ঘনাঘটা
হয়তো এটা কালবৈশাখীর অশনি সংকেতের অগ্রিম ঘন্টা ধ্বনি।
তোমার আগমনে আমি ধন্য হব,
চৈত্র সংকান্তিতে উৎসব দিব গাইবো
গান বসন্ত বিদায়ী, এখনও
আমি তোমার প্রতিক্ষায় দক্ষিণা দুয়ার।
হয়ত আমি কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড
হবো কখনও পারবোনা তোমার দেখা।
তবু জেনে রেখ আমি আমৃত্যু
তোমার প্রতিক্ষায় ছিলাম দক্ষিণের
খোলা দরজায়।