পাঠকের কথা
আমরা মানুষের মত বাঁচাতে চাই—সালমা ইসলাম
ঝিনাইদহের চোখঃ
আমরা এখন আর মানুষ থাকি না হিংস্রতার দাবালনে আমরা হয়ে যাচ্ছি ধ্বংসস্তুপের ছাই,
আমাদের স্বাধীনতা নেই আমরা ভয়ংকর করাল গ্রাসের স্বীকার
আমরা নিরুপায় হয়ে সব পরিস্থিতি মেনে নিই নিরবে।
আমাদের জন্ম হয়েছিল মানুষ হয়ে
স্বপ্নও ছিল মানুষের মত মানুষ হব সব অধিকার নিয়ে,
আমরা বঞ্চিত প্রতি পদে পদে রুদ্ধ স্বাধীনতায় আমরা জিম্মি বহুকাল ধরে।
আমরা দাবী তুললে পিষ্ট হই দানবের হাতে
আমরা আর মানুষ থাকিনা থাকি ডাস্টবিন
আর আবর্জনার স্তুপে দূর্গন্ধ যুক্ত ময়লার সাথে।
আমরা মানুষ রূপে বাঁচতে চেয়েছিলাম
সাম্য ও বৈষম্য ভুলে
অামরা অন্যায় ও জুলুমের নাশপাশ হতে মুক্ত হয়ে স্বাধীন হতে চেয়েছিলাম।
আমরা মানুষ ,মানুষের মত বাঁচতে চাই
আর নয় অবহেলা মানবতার দ্বার উন্মোচন
করে আমাদেরকে ভালোভাবে বাঁচতে দাও।