সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

ঝিনাইদহের চোখ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাকসুদপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দু’জন বাংলাদেশি নিহত হয়েছেন। ভারতীয় ভূখণ্ডেই টেন্ট ক্যাম্পের বিএসএফের গুলিতে মিলন ও সেনারুল নামে ওই দুই বাংলাদেশি গুলিবিদ্ধ হয়।
সোমবার ( ১ এপ্রিল) দিনগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ওই ঘটনায় নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর মড়লপাড়া গ্রামের কালুর ছেলে মিলন এবং একই ইউনিয়নের ঠুঠাপাড়া গ্রামের আফসার উদ্দিনের ছেলে সেনারুল ইসলাম।
স্থানীয়দের সূত্রে জানা যায়, রাত তিনটার দিকে শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্ত দিয়ে গরু আনতে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয় মিলন ও সেনারুল। এ সময় শোভাপুর টেন্ট ক্যাম্পের বিএসএফ সদস্যদের গুলিতে ভারতীয় ভূখণ্ডে গুলিবিদ্ধ হওয়া ওই দুইজনকে উদ্ধার করে বাংলাদেশের ভূখণ্ডে নিয়ে আসলে তারা মারা যান।
এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে শিপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান বিডি২৪লাইভকে বলেন, ঘটনা সত্য। আমাদের পুলিশ সেখানে গেছে। পরবর্তী বিষয়গুলো পরে জানাতে পারবো এখন বলতে পারছিনা।
এদিকে চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ সারওয়ার নিহত হওয়ার নিশ্চিত করেছেন।
স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান জানান, গতকাল সোমবার রাত ৩ টার দিকে মিলনসহ আরো কয়েকজন চোরাচালানি মাসুদপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই মিলন মারা যান। পরে তার সহযোগীরা মিলনের মরদেহ নিয়ে আসে।