ঝিনাইদহ সদর
মাদক ব্যবসায়ী ঝিনাইদহ র্যাবের হাতে গ্রেফতার
ঝিনাইদহের চোখঃ
অদ্য ০২ এপ্রিল ২০১৯ ইং তারিখ আনুমানিক ১৪.১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম এবং স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানাধীন গোপালনগর সাকিনস্থ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার নিমিত্তে গমন করেন।
পরবর্তীতে ১৫.১০ ঘটিকার সময় চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানাধীন গোপালনগর সাকিনস্থ ডাঙ্গাপাড়া মোড়ের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ী মোঃ রকিবুল ইসলাম (২৫), পিতা-মোঃ রবিউল ইসলাম, সাং গোপালনগর, থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গাকে গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত গ্রেফতারকৃত আসামীর দখল হতে ৫০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রয় লব্ধ নগদ ১০০/- টাকা উদ্ধার করা হয়।