জানা-অজানা

বিয়েতে লাল শাড়ি পরে কেন?

ঝিনাইদহের চোখঃ

সামনে বিয়ে। লাল শাড়ি তো কিনতেই হবে। শাড়ি ছাড়া কি আর বিয়ে হয়! কিন্তু বিয়েতে লাল শাড়ি কেন পরতে হবে? কখনো কি ভেবে দেখেছেন?

জনশ্রুতি আছে, বিপ্লবের প্রতীক লাল। ভালোবাসা ও যৌবনের প্রতীকও লাল। ক্রোধের প্রতীক লাল। আবার শক্তির প্রতীকও লাল। অন্যান্য রঙের চেয়ে লালের তরঙ্গ দৈর্ঘ্য বেশি। এজন্য এই রঙ চোখে বেশি লাগে।

নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত সব বিয়েতেই কনের জন্য লাল রঙের শাড়ি অবিচ্ছেদ্য অংশ।

লাল বেনারসি পরিহিতা নতুন বউকে যেমন মোহময়ী লাগে। তেমনই বরের চোখেও আসে ভালোবাসার নেশা। অর্থাত্‍ লাল রঙ যেন মানুষের কামনা-বাসনা, ভালোবাসার প্রতীক।

দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যুগ যুগ ধরে বিয়েতে লাল শাড়ির প্রচলন চলে আসছে। বিয়েতে অন্যান্য রঙের শাড়ি পরলেও লাল রঙের শাড়ি পড়া চাই-ই চাই।

বিয়েতে অন্য কারও চেয়ে কনের ওপরই সবার নজর থাকে। সবাই আগ্রহ থাকে কনে। আর লাল রঙের শাড়িতে কনে হয়ে উঠে বেশ আকর্ষণীয়।

তবে লাল বেনারসি শাড়ির কদর থাকে সবসময়। এখনো পছন্দের শীর্ষ স্থান দখল করে আছে বেনারসি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button