ঝিনাইদহ সদর
ঝিনাইদহে ভাতাভোগীদের যাচাই বাছায়
ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ সদর উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে উন্মুক্ত মাঠে ভাতাভোগীদের যাচাই বাছায় সম্পন্ন করা হয়েছে।
সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়ন পরিষদ মাঠে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি ভাতা ভোগীদের যাচাই বাছাই করেন সদর উপজেলা নির্বাহী অফিসার শাম্মি ইসলাম।
এ সময় উপজেলা সমাজসেবা অফিসার রুবেল হাওলাদার, ইউনিয়ন পরিষদের সচিব হাফিজুর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কুমড়াবাড়িয়া ইউনিয়নের ১৩টি গ্রাম থেকে বয়স্ক ভাতার জন্য ৭১ জন, বিধবা ও স্বামী পরিত্যক্তা ২৯ জন ও প্রতিবন্ধি ২৮ জনকে বাছাই করা হয়।
এ সময় প্রায় ৮০০ ভাতা প্রত্যাশী মানুষ জড়ো হয়েছিলেন। উপজেলা নির্বাহী অফিসার শাম্মি ইসলাম জানান, আমরা বয়স ও আর্থিক অবস্থা যাচাই বাছাই করে বয়স্ক ভাতার জন্য ৭১ জন, বিধবা ও স্বামী পরিত্যক্তা ২৯ জন ও প্রতিবন্ধি ২৮ জনকে বাছাই করেছি।