নদী ভাঙন এলাকায় পাউবো কর্মীদের ছুটি বাতিল হচ্ছে

ঝিনাইদহের চোখঃ
বর্ষাকে সামনে রেখে নদী ভাঙন কবলিত এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করা হচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।
বিশ্ব পানি দিবস উদযাপন উপলক্ষে বুধবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপমন্ত্রী।
তিনি বলেন, ‘পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর আমাদের প্রতিমন্ত্রীর নেতৃত্বে বসে এবার জানুয়ারি মাসে বর্ষা সামনে রেখে কোন এলাকাগুলো নদী ভাঙন কবলিত, ঝুঁকিপূর্ণ এলাকা সেগুলোকে চিহ্নিত করেছি। চিহ্নিত করে প্রতিমন্ত্রী আমি সচিব পানি উন্নয়ন বোর্ডের ডিজি ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রায় প্রতিটি ঝুঁকিপূর্ণ এলাকা ভিজিট করেছি। বর্ষায় নদী ভাঙন ঠেকাতে কাজের গতি দ্রুত করার জন্য বলা হয়েছে।’
এনামুল হক শামীম বলেন, ‘বর্ষা সামনে রেখে আমরা সাধ্যমতো প্রস্তুতিমূলক ব্যবস্থা নিয়েছি। গতকাল আমি ডিজি সাহেবকে বলেছি, আজকে আমরা সিদ্ধান্ত দেব যে, বর্ষার আগ পর্যন্ত নদী ভাঙন কবলিত এলাকাগুলোতে কর্মকর্তা কর্মচারী ছুটি বাতিল করার জন্য। আমরা স্টাফের সংখ্যাও অতিরিক্ত দিয়েছি।’