পাঠকের কথা
পরশে——গুলজার হোসেন গরিব
ঝিনাইদহের চোখঃ
তোমারই পরশে এই মনখানি
পেয়েছে সুখেরই মোহনা
ঘুচে গেছে জীবনের জরা আবহ
মুছে গেছে ব্যথা দাগ বেদনা।।
থাকো আরো থাকো তুমি মন জড়িয়ে
ভুলেও আমাকে ভুলে যেওনা।
আজ এই পৃথিবী যতোটা রঙিন
তোমার দীপ্তালোয় হয়েছে
তোমার দৃষ্টিতে বুকের কৃষ্টি পাড়া
বাসন্তী ফুলে ফুলে ভরেছে।।
উড়ে যাক পুড়ে যাক মন ছাড়িয়ে
যেনো মন দুঃখে আর কাঁদেনা।
কান পেতে শোনো বুকে তোমারে
চায় মন চায় কতো নিবিড় করে।।
দিনরাত গান করে মনেরও পাখি
তোমার মধু ছোঁয়া পাওয়াতে
নাই কোনো ভয় নাই ছোট্ট অন্তরে
তোমারই হাত ধরে হারাতে।।
পিছু টান মায়া বান সব কাটিয়ে
খুঁজে নেবো কোনো পথ অচেনা।