টোকন ঠাকুর বন্ধু বরেষু—শফিক আকরাম
ঝিনাইদহের চোখঃ
টোকন ঠাকুর
বন্ধু আমার
অন্তর নগর ট্রেনে চড়ে নিয়ে যাবে বহুদূরে…
কথাদিয়ে ছিলি
দশ এপ্রিল উনিশশত আটানব্বয়ে
তারপর বহুদিন বহু ক্ষণ
ওপারের নদিগুলি এখন মরা গাঙ
মানুষ গড়েছে বসতি
ছিপ ফেলে পুঁটিমাছ ধরে না কেউ
বুক ফুলিয়ে আসেনা জোয়ার
উজান থেকে আনেনা পলি
আনেনা মাতাল ডেউ
তবুও কি স্বপ্ন নষ্ট জনমে
ঘুমিয়ে থাকে
হায়! ফেলে আসা দিন
কালের খর রোদ বৃষ্টিতে
সৃষ্টি স্মৃতি সুখ অমলিন
তোর হাতে শব্দ গেলে
কবিতা জন্ম নেয়
শব্দ শব্দ থাকেনা হয়ে ওঠে
কবিতাময়
তবুও তুই একা জানি জগৎ সংসারে
তোকে যারা বোঝেনা
তোর বোধ তারা খোঁজেনা
নিয়মের বেড়াজাল ভেঙে
আপন মহিমার ঘাসে
বসে বসে তুই কি কালের মমি হতে চাস?
বাজারে কবিতায় মন ভরে না স-ব মনোটোনাস
আমিও তো সেই অনাদীকালের মমি
তবে ক্রমশ গলছি ভাঙছি
জীর্ণতার জ্বরে
নিয়ত বিবর্তনের চাকায়
হুহু চিৎকারে তারস্বরে
অন্তহীন পথ চলছি
কত দূরে চলে গেছিস
সেখানে তোর পাশে না হলেও
ওই বগিতে কি আরকোন সীট ফাঁকা নেই?
সে সীটে ….