ঝিনাইদহ সদরটপ লিড
কর্তৃপক্ষকে ঝিনাইদহের চোখ’র পক্ষ থেকে ধন্যবাদ
গিয়াস উদ্দীন সেতু, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের চুয়াডাঙ্গা মহাসড়কের দু-পাশে অনিয়মই যখন নিয়মে পরিনিত, এই সংবাদ প্রকাশের পর কর্তৃপক্ষের নোটিশ জারি অনেকেই কাঠ শরাতে শুরু করেছে।
সংবাদ প্রকাশের পর কর্তৃপক্ষ দ্রæত এর ব্যবস্তা নেয়।
যারা অবৈধভাবে ফুটপাত দখল করে চিলেন তাদের বিরুদ্ধে আইনি নোটিশ জারি করা জেলা পরিষদ। এত করে সেখানে থাকা কাঠ, বাশ, বালী রেখে, গ্যারেজ মালা মাল রেখে পথচারিদের চলা চলে বিগ্ন সৃষ্টিকারিরা সমস্ত মালামাল সরিয়ে নিতে শুরু করেছে।
তবে যারা ঐ সমস্ত মালা মাল রেখে দির্ঘদিন ব্যবসা করছিলো, তাদের অসুবিধা হলেও সাধারণ মানুষ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং প্রতিবেদককে অভিন্দন জানান।