ঝিনাইদহে দুর্ধষ চুরি
আরিফ মোল্ল্যা, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের কালীগঞ্জ শহরে একটি ইলেক্সট্রনিক্স দোকানে দুধর্ষ চুরি সংঘঠিত হয়েছে।
চোরেরা গভীর রাতে দোকানের সাটারের তালা ভেঙ্গে প্রবেশ করে সিলিং ফ্যান, টেলিভিশন, পেসার কুকার, টেবিল ফ্যান ও গ্যাসের চুলাসহ প্রায় সাড়ে ৪ লক্ষাধিক টাকা মালামাল নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত ঘভীর রাতে শহরের কলা হাটা মোড়ে মহান আল্লাহর দয়া ইলেকট্রনিক্স দোকানে।
দোকানের মালিক মুজাহিদুল ইসলাম রুমি জানান, প্রতিদিনের ন্যায় শুক্রবার রাত ৮ টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যান। পরদিন শনিবার সকালে দোকান খুলতে গিয়ে দেখে সাটারের তালা ভাঙ্গা। চোরেরা তার দোকানের ১২০ পিচ ফ্যান, ১০ টি সাউন্ডবক্স, ১০ টি টিভি, ৮ টি পেসার কুকার ও ২৬ টি গ্যাসের চুলাসহ নগদ টাকা ৭হাজার বিভিন্ন ইলেকট্রনিকস মালামাল নিয়ে গেছে। চুরির ঘটনায় তিনি শনিবার কালীগঞ্জ থানায় একটি অভিযোগপত্র দিয়েছেন।
তবে চুরির বিষয়টি জানতে শনিবার বিকাল ৪ টা ৫০ মিনিটে কালীগঞ্জ থানার সরকারী মোবাইল নাম্বারে কয়েকবার ফোন দিলেও অপর প্রান্তে কেউই ফোনটি রিসিভ করেনি।