কালীগঞ্জ
কালীগঞ্জ উপজেলা স্কাউটস কমিটি গঠণ

টিপু সুলতান, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ স্কাউটস কালীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে শনি বার সকাল দশটায় এক ত্রৈ-বার্ষিক সাধারণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি কালীগঞ্জ উপজেলা স্কাউটস,জনাব সূবর্ণা রানী সাহার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মধু সূধন সাহা, ঝিনাইদহ জেলা স্কাউটসের কমিশনার মুহাম্মদ আবু বকর ছিদ্দিক,জেলা স্কাউটসের সম্পাদক মহিউদ্দিন,উপস্থিত ছিলেন কলীগঞ্জ উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মাদ্রাসার প্রধান মুদাররিস,প্রাথমিক বিদ্যালয়ের প্রাধান শিক্ষক সহ উন মুক্ত স্কাউটস দলের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে কামরুজ্জামান ফিরোজ কে কমিশনার, মনোয়ার হোসেন কে সম্পাদক করে কালীগঞ্জ উপজেলা স্কাউটস কমিটি গঠণ করা হয়।