অন্যান্য
একে ধরিয়ে দিন, পুরস্কৃত করা হবে

ঝিনাইদহের চোখঃ
বাছাড় ইলেকট্রিক সার্ভিস রাজিয়া প্লাজা নরসিংহপুর,আশুলিয়া,ঢাকা উক্ত প্রতিষ্ঠানে শ্রীবাস কুমার দাস, পিতা মৃতঃ রণজিৎ কুমার দাস সাংঃ ভাড়াটিয়া,থানাঃ ঘিওর, জেলাঃ মানিকগঞ্জ, সে উক্ত প্রতিষ্ঠানে বিগত চার বৎসর কর্মরত ছিলেন।
আমাদের প্রতিষ্ঠান বাছাড় ইলেকট্রিক সার্ভিস এর কাগজপত্র ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রতারণা করে বিপুল পরিমান অর্থ আত্নসাধ করে পলাতক রয়েছে।
বাছাড় ইলেকট্রিক সার্ভিস এর পক্ষ থেকে সকলকে অনুরোধ করা হচ্ছে। (পলাতক শ্রীবাস কুমার দাসের সাথে কোন ধরনের লেনদেন না করার জন্য অনুরোধ করা হচ্ছে) তার ব্যবহৃত ব্যাক্তিগত মোবাইল নাম্বার টি বর্তমানে বন্ধ রয়েছে।
এ ব্যপারে আশুলিয়া থানায় একটি জিডি করা হয়েছে, জিডি নং-১৯১১, তারিখ- ২৮/০৮/২০১৮ সন্ধান দাতাকে পুরস্কৃত করা হবে।