ঝিনাইদহে দরিদ্র ছাত্রছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান

ঝিনাইদহের চোখঃ
অদ্য ১০/০৫/২০১৯ তারিখ এলাইভ কার্যালয়ে মে-২০১৯ মাসের SpaaandanB-USA, FORUM-86 (BUET) এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গের অর্থায়নে ও ALIVE এর বাস্তবায়নে ৮০০ টাকা হারে ৩৫ জন দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাতেমা-তুজ-জোহরা, সহকারী কমিশনার (ভূমি), ঝিনাইদহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌতম বসু, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক, মিয়া জিন্নাহ্ আলম ডিগ্রী কলেজ, শৈলকুপা।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মো: মঞ্জুর হোসেন মুক্ত, সহকারী শিক্ষক, ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয় ও প্রতিষ্ঠাতা সভাপতি, ঝিনাইদহ ফটোগ্রাফিক সোসাইটি এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলাইভের চেয়ারম্যান মো: মেহেদী মাসুদ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন জ্ঞানগর্ভ আলোচনা করেন এবং পরিশেষে ছাত্রছাত্রীদের মধ্যে বৃত্তির অর্থ প্রদান করেন।