ঝিনাইদহে বিচিত্র এক নারী

আব্দুল্লাহ আল মাসুদ, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় আস-সুন্নাহ ট্রাস্ট প্রতিষ্ঠানের সামনের পৌর ডাস্টবিনের দুর্গন্ধে সবার যেন দম বন্ধ হওয়ার অবস্থা। অথচ সেই ডাস্টবিন থেকে খাবার হাতড়াতে দেখা গেল এক নারী’র। তারপর এই নারী সেখান থেকে পচা দূরগন্ধ যুক্ত ভাত নিয়ে খেতে থাকেন। বয়স আনুমানিক ৩৫।
তার পায়ে জুতা নেই পরণে লাল সেলোয়ার কামিজ হাতে কাচের চুড়ি কানে দুল তাকে দেখে মনে হয়না নোংরা খাবার খেতে পারে। কে এই নারী, কি বা তার পরিচয়, জানেনা স্থানীয়রা। তবে মাঝে মধ্যে এলাকায় দেখা যায়।
বৃহস্পতিবার (৯মে) বিকাল সাড়ে ৪টার দিকে ডাস্টবিন থেকে ভাত খাওয়ার দৃশ্যটি ক্যামেরা বন্দি করা হয়। তবে ক্যামেরার ক্লিক দেখে নারী টি প্রথমে লজ্জা পেয়ে দাড়িয়ে পড়ে ও বিরক্তবোধ করে। এক পর্যায়ে এই প্রতিবেদক একটু দুরে সরে দাঁড়ালে সে আবার সেখান থেকে ভাত সংগ্রহ করে আপন মনে খেয়ে নেয়। একাধিকবার তার সাথে কথা বলার বা পরিচয় জানার চেষ্টা করলেও সে কোন কথা বলেনি।
আস-সুন্নাহ ট্রাস্ট প্রতিষ্ঠানের পাশের মুদি ব্যবসায়ী আকাশ এর সঙ্গে কথা বলে জানা যায়, কিছুদিন ধরে মহিলাটি এলাকায় ঘুরাঘুরি করছেন। ডাস্টবিনের পাশেই মাঝে মধ্যে থাকেন। রাতেও তাকে ময়লা-অবর্জনার পাশে ঘুমাতে দেখি। সারা দিনের খাবার হিসেবে ডাস্টবিনের পচা খাবারই তার একমাত্র ভরসা। ঐ নারী’র বাসা কোথাই, পরিবারের কেউ আছে কি এম প্রশ্নে তিনি কিছুই বলতে পারেন না।
স্থানীয় চায়ের দোকান্দার উমর আলী বলেন, তাকে এখানে প্রায় দেখা যায় তবে সে কারো সঙ্গে কথা বলেন না। তাকে কেউ কিছু দিতে চাইলে নিতে চান না।
টাকা দিতে চাইলেও নেন না। অনেক সময় দেখেছি, পৌরসভার লোকজন ময়লা পরিষ্কার করার সময় এই খাবার (ময়লা) ট্রাকে বা ভ্যানে তুলে নিয়ে যাবে। সেই ভয়েও ডাস্টবিনে ফেলে যাওয়া খাবার শেষ হওয়ার ভয়ে দ্রæত খেতে।
চায়ের দোকানে থাকা ভুটিয়ার গাতি গ্রামের ইজিবাইক চালক আরিফ প্রতিবেদককে বলেন, মহিলাটিকে আমিও মাঝে মধ্যে দেখি ডাস্টবিনের খাবার খেতে। একদিন তার পরিচয় জানতে চাইলে সে প্রচন্ড রেগে যায়।