কালীগঞ্জ
ঝিনাইদহে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ মীর তৌহিদুর রহমান (৪৮) নামে দেড় বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে। শনিবার ভোর রাতে ওসি ইউনুচ আলী ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করেন।
মীর তৌহিদুর রহমান চাপরাইল গ্রামের মীর আসাদুর রহমানের ছেলে।
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী জানান, কালী সিআর ২৭০/১৭ মামলায় আদালত তৌহিদুর রহমান ১ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছে। রায় ঘোষণার পর থেকে সে পলাতক ছিল। শনিবার ভোর রাতে চাপরাইল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।