ধর্ম ও জীবন

গৃহকর্মে নারীকে সহযোগিতা করা সুন্নাত

পরিবারের সকল ব্যয় বহন করা গৃহকর্তার দায়িত্ব ও কর্তব্য। তার মানে এ নয় যে, শুধুমাত্র ব্যবসা-বানিজ্য, চাকরি-বাকরি ছাড়া গৃহকর্তা আর কোনো সাংসারিক কাজ কর্ম করতে পারবে না। বরং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত হচ্ছে ঘরের অভ্যন্তরীণ কাজ কর্মে সহযোগিতা করা। হাদিসে এসেছে-

Hadith

হজরত উরওয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, হজরত আয়িশা রাদিয়াল্লাহু আনহাকে অনুরূপ প্রশ্ন করা হলো। হজরত যুহরি রাদিয়াল্লাহু আনহু বলেন, হজরত আয়িশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হলো- রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর গৃহের মধ্যে কি ধরনের আচরণ করতেন? তিনি বলেন, তোমরা যেরূপ কোনো একটি বস্তু উপরে তুল রাখো এবং নিচে নামিয়ে রাখো তিনিও সেরূপ করতেন। তবে সেলাই কাজ ছিল তার সবচেয়ে পছন্দনীয় কাজ।

সুতরাং আমরাও আমাদের পারিবারিক কাজ-কর্মে ক্ষেত্র বিশেষ মা, বোন, স্ত্রীসহ কাজের লোকদের সহযোগিতা করে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাতের অনুসরণ করব। আল্লাহ তআলা আমাদের তাওফিক দান করুন। আমিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button