ঝিনাইদহ সদর
ঝিনাইদহের পোড়াহাটি ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষনা

ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়ন পরিষদের ২০১৯-২০ অর্থবছরে ১ কোটি ১৩ লাখ ৭৬ হাজার ৬শ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন কোনো করারোপ ছাড়াই এ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়।
বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়।
পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম হিরণ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সচিব হাফিজুর রহমান, ইউপি সদস্য হরেন্দ্র নাথ, ফরিদ আলী, জাহাঙ্গীর মোল্লা, লাকী খাতুন, শাহানাজ পারভীন, তহমিনা খাতুন, সহ স্কুল শিক্ষক, মুক্তিযোদ্ধা, এনজিও প্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তি গন উপস্থিত থেকে এবাজেট ঘোষণা করা হয়।