ঝিনাইদহ সদর
ঝিনাইদহে সাংস্কৃতিক কর্মীদের সাথে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাজ্জাদ আহমেদ, ঝিনাইদহের চোখঃ
রহমতের মাস রমজান। রমজানের পবিত্রতাকে সম্মান জানাতে ইফতার মাহফিলের আয়োজন করে ঝিনাইদহ জেলা পরিষদ ।
বৃহস্পতিবার বাদ আছর ঝিনাইদহ জেলা পরিষদের কার্যালয় প্রাঙ্গনে জেলার সাংস্কৃতিক কর্মীদের সাথে মত বিনিময় ও দোয়া মাহফিল ও মাগরিবের আযানে ইফতার মহাফিল অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস এর সার্বিক তত্ববধানে ইফতার মাহফিলে উপস্থিত থেকে ইফতার মাহফিলে অংশ নেন অংকুর নাট্যএকাডেমীর সভাপতি সমলেম আলী, একরামুল হক লিকু,রাজু আহমেদ মিজান, সাংবাদিক সাজ্জাদ আহমেদ,মৌ চেীধুরী, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আনারুল আলম,সিএ শফিউদ্দীন,্আপেল, মানিক বিশ্বাস মধু,রুবেল,মামুন বিশ্বাস,বাচ্চু মিয়া প্রমূখ ।
ইফতার মহাফিলে স্থানীয় মসজিদের পেশ ইমাম বিশেষ মোনাজাত (দোয়া) করেন। ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।