ঝিনাইদহ সদর
ঝিনাইদহে বিনা মুগ-৮ উপলক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত

মনজুর আলম, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহে বিনা উদ্ভাবিত স্বল্প মেয়াদী গ্রীষ্মকালীণ মুগের উচ্চ ফলনশীল জাত বিনা মুগ-৮ এর প্রচার এবং সম্প্রসারণ উপলক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ মে) ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের বড়বাড়ি গ্রামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বৈজ্ঞানিক কর্মকর্তা বিনা উপকেন্দ্র মাগুরার কর্মকর্তা সম্পা রানী ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জিএম আব্দুর রউফ।
বিশেষ অতিথী ছিলেন ঝিনাইদহ সদর উপজেলার ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মো. রোকনুজ্জামান। মধুহাটি ইউনিয়নের মেম্বর মো. রবিউল ইসলাম, জেইও মৃণাল কুমার শীল, এএমও মো. আবু সাইদ, এসএপিপিও খাইরুল ইসলাম, উপসহকারি কৃষি কর্মকর্তা মেসবাহ আহম্মেদ, মিলন কুমার ঘোষ প্রমুখ।