পাঠকের কথা
তাঁরে খুঁজি স্বপনে—গুলজার হোসেন গরিব
ঝিনাইদহের চোখঃ
যে ভেঙে দিয়েছে স্বপনের ঘোর
তাঁরে খুঁজি ফের কোনো স্বপনে
রাতকে বলি হও আঁধার ঘনো
যেনো এসে ধরা দেয় সে যতনে।
প্রাণ যে আমার ছুটোছুটি করে
মেতে থাকতে স্বপনের’পরে।
আগুন লাগা ফাগুনের তলে
ব্যাকুল হবে চোখ কথপোকথনে।
উদাস হাওয়ায় দেহটারে ছেড়ে
প্রভাতের সুখ সব নেবো কেড়ে।
মিশে যাবো দেহ মনে আবেগে
আবেগের বেগে শ্রেয় মধু মিলনে।
উড়বো উড়িয়ে মেঘের ভেলা
দেখবো প্রকৃতির রূপের মেলা।
রবিকে বলবো না যেনো আসে
দিনের আলো দিতে এ সুখ ভুবনে।
মনকে যে জন উতলা করেছে
যে সুস্বাদু পরশে আমায় ধরেছে
মেলিয়ে দিলো যে চোখের পাতা
প্রিয় তাঁরে খুঁজি আমি ঘোর শয়নে।
আমি খুলে দেবো দেহের বাঁধন
মিলনে মধুর তাঁরে করবো যতন।
দ্বার খুলে দেবো আসতে পাঁজরে
আঁচড়ে আঁচড়ে দাগ করে যেতে বদনে।