পাঠকের কথা
তবু আজও—এম হাসান মুসা
ঝিনাইদহের চোখঃ
চোখের সামনে আগুনরঙা আলোর ফুলকি
নাচছে মাতাল উল্লম্ফনে। মৃত মাছের মতো
ঘোলাটে দৃষ্টিতে চেয়ে দেখছি ভাঙছে
মন যমুনার পাড়। ক্ষয়ে যাচ্ছে দাঁতের
এনামেলের মতো সম্পর্কের ভিত।
নড়ে যাচ্ছে মজবুত বিশ্বাসের ভিটার
ফাউন্ডেশন।
তবু আজো শালিখেরা
খড়কুটো মুখে নিয়ে
বুনে চলে সুখনীড়।
আজও নদী বয়ে চলে
সাগর সঙ্গমে।
তবু আজও ভোর আসে
সূর্যের আলিঙ্গনে।
শুধু তুমি আমি দূরে সরে যাই পরস্পর
যেমন জন্মের কোলাহল থেকে
যোজন দূরত্বে রয় মৃত্যুর
হিমশীতল প্রগাঢ়
নৈঃশব্দ।