পাঠকের কথা

ওরা বেঁচে আছে—গুলজার হোসেন গরিব

#ঝিনাইদহের চোখঃ

ওরা বেঁচে আছে আর প্রতিনিয়ত জানান দেয়;
আমরা বেঁচে আছি,আমরা বেঁচে থাকি,
আমরা কর্তার মৃত্যুদিবস রচনা করার জন্য বাঁচি।
আমরা সাধারণ-অসাধারণ বিশেষ বোদ্ধার চিন্তার
উর্দ্ধে কলাকৌশলে বাস করি।
আমাদের উত্থান কর্তাকে মারার পর।

আমরা বেশি ভক্তি,খেয়ালপানা,তোশামোদ,
ভালোবাসা,যত্নের পরতে পরতে ওত পেতে থাকি।
প্রভু কল্যাণ অভিনয়ে-
কে আছে আমাদের চেয়ে বড় অভিনয় শিল্পী?
আমাদের চেয়ে ভালো?
প্রভুকে বাঁচানোর অভিনয়ে-
আমরাই সেরা।
যদিও বাঁচতে দেইনা।

কর্তার ডান ও বামহাতের শক্তি-ক্ষমতা;
আমরাই অবশেষ।
পিতাপুত্রের সম্পর্কের মতো-আমরা একে অপরের সম্পূরক।
বিশ্বাস তৈরি করে কর্তার আত্মবিশ্বাসে
আমরাই হই তাঁর বিশ্বস্ত।
পরানির্ভরশীলতা তৈরি করি কর্তার জ্ঞানাঙ্গনে
যেনো আমাদের ছাড়া কিছু ভাবতে না পারে।

তারপর-
কর্তার একার সিদ্ধান্ত আর কখনই জয়লাভ
করতে পারেনা,জয়ী হতে থাকে আমাদের উদ্দেশ্য।

হাহাহা এরপর কর্তাকে করি পরাস্ত
এবং জানান দেই; আমরাই বেঁচে আছি।
কোনো কর্তাই আমাদের মারতে পারেনা
আমরা শুধু সুযোগের জন্য মাথা নুইয়ে চলি।

আমরাই মীরজাফর,মোস্তাক
ইতিহাসে কালের সাক্ষী হয়ে ইতিহাস উজ্জ্বল করি।

আমরা- মেঘ,ঝড়,ইদুর,টিকটিকির মতো
ক্রমাগত জানান দেই; বেঁচে আছি।

ওরা বেঁচে আছে,বেঁচে ছিলো,বেঁচে থাকে আজীবন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button