পাঠকের কথা
ভেবো না জাগবে না—-গুলজার হোসেন গরিব
#ঝিনাইদহের চোখঃ
ভেবো না ওরা জাগবে না।।
ওরা আঘাতে আঘাতে হবে পাষাণ!
হবে আগ্নেয়গিরি ওই বিশাল!
নিপীড়িন ওরা আর সবে না।
হাতুড়ি চালানো হাত চলবে দিনরাত
নিজেকে শানিত করতে
জুলুমের কষাঘাতে আসবে ফিরে পথে
দুঃশাসনের ঘর ভাঙতে।।
আসুক যত বাঁধা মানবে না।
চরম যাতনে মন করবেনা কাঁন্দন
বাঁচবার পথ নেবে খুঁজে
ভাগ্যকে লাথি মেরে জীবনটা বাজি ধরে
অধিকার সব নেবে বুঝে।।
কোনো ভয়ে ওরা আর দমবে না।
শাসকের আশ্বাস করবে না বিশ্বাস
পড়বে না আর সে ফাঁদে
মানবিক না হলে আগুনটা দেবে জ্বেলে
জ্বালবে বেদনা উন্মাদে।।
সেদিন ওরা আর হারবে না।