শুরু হলো ঝিনাইদহ জেলা বিতর্ক উৎসব এর কার্যক্রম
শুরু হলো ঝিনাইদহ জেলা বিতর্ক উৎসব ২০১৮ এর কার্যক্রম।
কাঞ্চননগর মডেল স্কুল এ্যন্ড কলেজের শিক্ষার্থীদের সংসদীয় বিতর্ক কর্মশালার মাধ্যমে এই উৎসবের উদ্বোধন করা হয়।
ঝিনাইদহ ডিবেটিং সোসাইটির আয়োজনে, ঝিনাইদহ পৌরসভার পৃষ্ঠপোষকতায় ও জেলা প্রশাসন, ঝিনাইদহের সার্বিক ব্যবস্থাপনায় শুরু হলো এই বিতর্ক উৎসব।
ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব আরিফ উজ জামান, বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি), কাঞ্চননগর মডেল স্কুল এ্যন্ড কলেজের অধ্যক্ষ জনাব প্রদীপ কুমার বিশ্বাস, ঝিনাইদহ ডিবেটিং সোসাইটির সভাপতি জনাব আরিফুল ইসলাম। সভাপতিত্ব করেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব শাম্মী ইসলাম।
কর্মশালার প্রশিক্ষক হিসেবে ছিলেন শুভ কুমার বিশ্বাস, সফিক রেহমান জুয়েল ও ফারজানা টুম্পা।
প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করা হয়।