ঝিনাইদহের কালীগঞ্জে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় স্বর্ণাংলকার মালামাল লুট করা হয়েছে। বাধাদিতে গেলে মহিলাসহ তিনজন আহত হয়েছে ।
কালীগঞ্জ থানা ওসি ইউনুস আলী জানান, গেলরাত ১ টার সময় ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার চাপালী গ্রামের অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য আমজেদ মন্ডলের বাড়ীর প্রধান গেট ভেঙ্গে ৮/৯ জন ডাকাত দল ঘরে প্রবেশ করে ৪ভরি স্বর্ণাংলকার, ৬ টি মোবাইল ফোন সহ মালামাল লুট করে এ সময় তাদের বাধা দিতে গেলে গৃহকর্তা অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য আমজাদ মন্ডল(৬০), তার স্ত্রী মনোয়ারা বেগম (৫০) ছেলে আজাদ মন্ডল (৩০)কে কুপিয়ে যখম করে একটি বোমা বিষ্ফরণ ঘটিয়ে পালিয়ে যায় ।
তাদেরকে এলাকাবাসী উদ্ধার করে কালীগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেকস ভর্তি করে পরে তাদেরকে যশোর সিএম এইচ হাসপাতালে রেফার করা হয়েছে ।