ভারি বৃষ্টিপাত আরো দুদিন
#ঝিনাইদহের চোখঃ
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আষাঢ়ের শেষের দিকে ভারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, আরো দুই দিন এমন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। দেশের সব বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় (বৃহস্পতিবার পর্যন্ত) বৃষ্টিপাতের এ ধারা অব্যাহত থাকবে।
জ্যেষ্ঠ আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, মৌসুমী বায়ু সক্রিয় থাকায় রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারি বর্ষণ (৮৯ মিলিমিটারের উপরে) বৃষ্টি হতে পারে।
এ সময় চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও পাহাড় ধসের শঙ্কার কথাও বলেন তিনি।
এই আবহাওয়ায় সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্কতা সঙ্কেত বহাল রাখা হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ।
মঙ্গলবার দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে কক্সবাজার জেলার কুতুবদিয়ায়। এদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৬৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় সীতাকুণ্ডে ১৩০ মিলিমিটার, হাতিয়ায় ১০৪ মিলিমিটার, দিনাজপুরে ১০২ মিলিমিটার ও কক্সবাজারের ৯৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
এর আগের দিন চট্টগ্রামের সীতাকুণ্ডে ছিল সর্বোচ্চ ২৩১ মিলিমিটার বৃষ্টিপাত। সোমবারের ভারি বর্ষণে রাঙামাটির কাপ্তাইয়ে পাহাড় ধসে দুজনের মৃত্যু ঘটেছে; বৃষ্টিতে জলাবদ্ধ চট্টগ্রামে পাহাড় ধস রোধে ব্যবস্থা নিচ্ছে স্থানীয় প্রশাসন।