বাঙালি অবতার—হাবিবুর রহমান রিজু
#ঝিনাইদহের চোখঃ
হে ইতিহাস, হে চির বিষ্ময় !
সকল যুগের সকল দেশের কবি
অভিমান ভুলে জেগে ওঠো তুমি,
আঁধার এসেছে গ্রাসিতে দেশ-জাতি
আলো নেইÑলুটে খায় দস্যু-ডাকাত
তোমার স্বপ্নের ‘বাংলাদেশের’ ভূমি।
হে মহান নেতা, হে চির বিপ্লবি
আজ শৃঙ্খলিত স্বাধীনতা ধর্ষিত ইতিহাস
ক্লাইভও লজ্জায় মরে যা দেখে,
রুদ্ধ হয়ে গেছে কবিতার ধ্বনি
কালিমালিপ্ত আজ লেখকের কালি
অত্যাচারী পাপীর গুণগান লিখে।
হে দার্শনিক, হে চির নবীন !
ক্ষমতা উন্মাদ শাসকের লালসা জালে
বিবেক হয়েছে নির্বাক সত্য অন্তরালে
রক্ত মূল্যে পাওয়া কাংখিত স্বাধীনতা
কুৎসিত কূটিল রাজনীতি-চক্র বলে
বন্দি হয়ে আছে প্রসব বেদনা কালে।
হে নৃসিংহ, হে চির স্বাধীন !
গেছে ভিনদেশী বসেছে দস্যু দানব
জান্তব উল্লাসে খায় মানুষ পুড়িয়ে,
কেউ নেই আজ মারণমন্ত্র পড়ে
বজ্র গর্জে উঠে হানবে আঘাত
অত্যাচারীর দুর্গ ভিত গুঁড়িয়ে।
হে বাঙালি, হে চির বিদ্রোহী
তিমির রাতি জ্বালাও আলোক বাতি
বাজাও বাঁশি ভাঙাও ঘুম জাতির,
রক্ত গঙ্গায় হোক লয় মেকির বাজার
সত্য সুন্দরে উন্নত হোক শির
আগামী পৃথিবী হবে বীর বাঙালির।।