#ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা সিদ্ধেশ্বরী মায়ের বাড়ির গনেশ মন্দিরটি বজ্রপাতে ধসে পড়েছে। শুক্রবার সকাল ১১.৩০মিঃ মন্দির প্রাঙ্গনে এ ঘটনা ঘটে। বজ্রপাতের ফলে মন্দিরের ভিতরে থাকা গনেশ মূর্তিটি মন্দিরের চুড়া ধসে ক্ষতিগ্র¯’ হয়েছে এবং মন্দিরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
মন্দির প্রাঙ্গনে কর্মরত শ্রমিক রোস্তম আলী জানান,সকালে বৃষ্টির সময়ে আমরা সকলে কাজ করছিলাম বৃষ্টির মধ্যে ছোট ডাক পড়লে আমরা অতুল অধিকারীর সমাধির পাশ্বে বসে পড়ি পরে গনেশ মন্দিরের উপর বড় ডাক পড়লে আমরা আগুন পড়তে দেখি আমাদের সকলের শরীর অবশ হয়ে যায়।
সিদ্ধেশ্বরী মন্দিরের সাংগঠনিক সম্পাদক মন্টু গোপাল জানান,মন্দির সংস্কার করার সময়ে গনেশ মন্দিরের উপরে লাগানো ত্রিশূলটি চুরি হয়ে যায় পরবর্তীতে সংস্কারের সময়ে আমরা ত্রিশূলটি লাগিয়ে থাকি এখন গনেশ মন্দিরটি আশু সংস্কার করা প্রয়োজন।
নলডাঙ্গার রাজবংশের স্মৃতি বিলুপ্তি হলেও শেষ রাজা প্রমূথ ভূষন দেবরায়ের স্মৃতি বিজড়িত অনেক স্মৃতি সংরক্ষণ করা না হলেও শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মন্দিরের প্রায়ত সাঃ সম্পাদক অতুল অধিকারীর সাময়িক সংস্কারের ফলে মাথা উঁচু করে দাড়িয়ে ছিল করেকটি মন্দির যা সোনতন ধর্মালম্বী মানুষের কাছে তীর্থস্থান হিসাবে বিশেষ ভাবে পরিচিতি লাভ করেছে। গনেশ মন্দিরটি ধ্বংসের কারনে সোনাতন মানুষের মধ্যে আহাজারী লক্ষ করা যায়।