কালীগঞ্জটপ লিড

পানি সরবরাহ বন্ধ, বিপাকে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরবাসী

#শিপলু জামান, ঝিনাইদহের চোখঃ

রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশন দাবীতে ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকায় পানি সরবরাহ বন্ধ করে দিয়েছেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা । দুইদিন ধরে কালীগঞ্জ পৌর এলাকায় মাইকিং করে এ ঘোষনা দেন কর্মচারীরা ।

রবিবার সকাল থেকে শহরের অফিস আদালত বাসাবাড়ীতে পানি সরবরাহ বন্ধ থাকায় বিপাকে পড়তে হচ্ছে পৌরবাসীর ।

কালীগঞ্জ পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ বলেন, কর্মকর্তা কর্মচারীরা অফিস বন্ধ করে রাজধানী শহরে সারাদেশের পৌর ফেডারেশন ডাকে দাবী সমূহ বাস্তবায়নে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি শুরু করেছে । ফলে কালীগঞ্জ পৌরসভার সকল প্রকার কার্যক্রম বন্ধ হয়ে রয়েছে । অচল হয়ে পড়েছে পৌরসভা । ৩নং ওয়ার্ডের(ফয়লা) বাসিন্দা জালালউদ্দীন বলেন, বাড়ীতে পানি না থাকায় দূরদূরান্ত থেকে পানি এনে চাহিদা পূরণ করতে হিমশিম খেতে হচ্ছে । পৌরসভায় গিয়ে অভিযোগ দিয়ে কোন লাভ হচ্ছে না ।

এ ব্যাপারে পৌর কর্মচারী নেতা আবেদ আলী বলেন , তাদের দাবী না মানলে পৌরসভার সমস্ত প্রকার নাগরিক সেবা প্রদান বন্ধ করে দেওয়া হবে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button