অন্যান্য

হরিণের বাচ্চাকে স্তনপান করিয়ে ভাইরাল

#ঝিনাইদহের চোখঃ

পরম মমতায় একজন মা তার সন্তানকে বুকের দুধ খাওয়ান-এটাই স্বাভাবিক। কিন্তু কখনো কি দেখেছেন, হরিণ শাবককে কোনো নারী তার বুকের দুধ খাওয়াচ্ছেন? সম্প্রতি এমনই একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, পরম মমতায় একজন নারী একটি হরিণ শাবককে কোলে বসিয়ে নিজের স্তন্যদান করছেন।

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইএফএস’র কর্মকর্তা পারভীন কাসওয়ান সম্প্রতি এই ছবি শেয়ার করেছেন নিজের টুইটার অ্যাকাউন্টে। তিনি লিখেছেন, এই সব পশুরা বিশনোই সম্প্রদায়ের মানুষদের কাছে নিজের সন্তানের মতো। নিজের ছেলে-মেয়েদের সঙ্গে এদের কোনো পার্থক্য করেন না তারা। সেই সম্প্রদায়েরই এক নারী পরম মমতায় স্তন্যপান করাচ্ছেন হরিণ শাবককে।

পশুপ্রেম সম্পর্কে বিশনোই সম্প্রদায়ের উদাহরণ আরও রয়েছে। রাজস্থানের বিখ্যাত কৃষ্ণসার হরিণকে ঈশ্বর রূপে পূজা করে এই সম্প্রদায়। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ছবি ছড়িয়ে পড়তেই এসেছে হাজারো লাইক-কমেন্ট। আবেগে ভাসছেন অনেক নেটিজেনরা।

ঐশ্বরিয়া পালাগুম্মি নামের একজন পারভীন কাসওয়ানের শেয়ার করা ওই ছবিতে কমেন্ট করেছেন। তিনি লিখেছেন, এটি খুবই সুন্দর। পুরোপুরি প্রশংসাযোগ্য। তিনি একজন মহান মা। আজু হায়ারম্যাথ নামের আরও একজন বলেন, মায়ের ভালোবাসা কখনো শেষ হয় না… এবং এই সম্প্রদায়কে অবশ্যই প্রচুর শ্রদ্ধা ও পুরস্কৃত করা উচিত।

কামিনি রাজপূত লেখেন, ‘এই ছবি আমার চোখে অশ্রু নিয়ে আসে… ছবিটি সত্যই সুন্দর।’ এদিকে অনেক নেটিজেনরাই বলছেন, একজন আদর্শ মায়ের মতোই কাজ করেছেন এই মা। পৃথিবীতে এত হিংসা-হানাহানির মাঝে এই ছবি যেন আচমকাই হয়ে উঠেছে এক আদর্শ মানুষ হওয়ার সংজ্ঞা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button