ছেলেধরা গুজবে কান দিবেন না- ঝিনাইদহে পুলিশ সুপার
#খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের পুলিশ সুপার মো: হাসানুজ্জামান বলেছেন, ছেলেধরা গুজবে কান দিবেন না, গুজব ছড়াবেন না।
যদি কাউকে সন্দেহ হয় তবে গণপিটুনির ঘটনা না ঘটিয়ে পুলিশের খবর দিন। কেউ আইন হাতে তুলে নিবেন না।
বুধবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলা পুলিশ আয়োজিত ছেলেধরা সন্দেহে গুজব ছড়ানো ও গণপিটুনি প্রতিরোধ সংক্রান্তে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
পুলিশ সুপার আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে এ পর্যন্ত যে গণপিটুনির ঘটনা ঘটেছে তার প্রত্যেকটি ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে। গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীলতা তৈরী করা রাষ্ট্রবিরোধী কাজের সামিল। আসুন আমরা সকলে সচেতন হই, গুজব ছড়ানো এবং গুজবে কান দেওয়া থেকে বিরত থাকি। কাউকে ছেলেধরা হিসেবে সন্দেহ হলে গণপিটুনি না দিয়ে তাকে পুলিশের নিকট সোপর্দ করি।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস, ট্রাফিক ইন্সপেক্টর সালাহউদ্দিন, ডিবি ওসি আনোয়ার হোসেন, ডিএসবি ওসি আতিকুর রহমানসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।