ঝিনাইদহে ৮ ডেঙ্গু রোগী শনাক্ত
#ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে তিন জন জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছে। পাঁচ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।
চিকিৎসকরা জানান, ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। চিকিৎসা নিলে ডেঙ্গু রোগ নিরাময় হয়।
ঝিনাইদহ সদর হাসপাতাল সুত্রে জানা গেছে, সদর হাসপাতালে রক্ত পরীক্ষার শনাক্ত উপাদান না থাকায় বাইরের ডায়াগনেস্টিক ক্লিনিক থেকে পরীক্ষা করে ডেঙ্গু রোগী শনাক্ত করেছেন চিকিৎসকেরা।
এ বিষয়ে সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. জাকির হোসেন জানান, তিন জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের তত্বাবধানে রাখা হয়েছে। ডেঙ্গু আক্রান্তদের বেশিরভাগ কোনো না কোনোভাবে ঢাকা থেকে আসা মানুষ।
তিনি জানান, জ্বর, পেটে ব্যথা, বমি বা এ জাতীয় উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে যে কোনো সরকারি হাসপাতালের চিকিৎসকের কাছে যেতে হবে।
ঝিনাইদহ পৌরসভার সচিব মোস্তাক আহমেদ জানান, ডেঙ্গু প্রতিরোধে প্রতিটা ওয়ার্ডে মাইকিং করা হয়েছে। ময়লা-আবর্জনা পরিষ্কারের পাশাপাশি মশক নিধনের কার্যক্রম চলছে।