গাধা সোয়ারি–হাবিবুর রহমান রিজু
#ঝিনাইদহের চোখঃ
সন্তান হারা বঙ্গ মায়ের আহাজারি
কত শত বছর বাতাস করেছে ভারি।
কেড়েছে অর্ধেক প্রাণ ছিয়াত্তর মনন্তর
কেঁদেছে না-খাওয়া কোটি মায়ের অন্তর।
অগনন বঙ্গ সন্তান ফাঁসির দড়িতে ঝুলে
চিতা-মাটি পায়নি খেয়েছে পক্ষিকুলে।
পঞ্চাশ লক্ষ জীবন নিভে গেল না খেয়ে
অছিলা ছিল সুভাস-জাপ আসছে ধেয়ে।
ধর্ম-বর্ণ-জাত বিভেদ কত যাতনা
মহান একুশ জাতি গঠন চেতনা।
তিরিশ লক্ষ প্রাণ গেল স্বাধীনতা অর্জনে
এখনো সিক্ত মাটি মায়ের অশ্রু বিসর্জনে।
যে সংকট হয়নি দেশে বাহাত্তর-তিয়াত্তর
মানবসৃষ্ট দুর্ভিক্ষ এলো চুয়াত্তর-পঁচাত্তর।
স্বাধীন দেশে বন্দি মাতা পরাধীন আঁচল
কাঁদতে মানা কন্ঠে তার পরানো শিকল।
আধুনিক প্রচ্ছদ দেহে আদিম হিং¯্র শয়তান
রক্তের নেশায় উন্মত্ত অসহায় বাঙালি সন্তান।
জ্যান্ত মানুষ পোড়া গন্ধ বাতাসে ভাসে
ক্ষমতা উন্মাদ শকুনী নৃত্যরত রক্ত উল্লাসে।
ফাঁটে পেট্রল-বোমা বাড়ে লাশের সারি
বাক-ব্যক্তি স্বাধীনতায় চুয়াল্লিশ ধারা জারি।
গণতান্ত্রিক লেবাসে মানুষ খেকো জানোয়ার
মসনদ চায় আগুন বোমা তার হাতিয়ার।
নাম না জানা লাখো শহিদের রক্ত ফসল
চাটুকার বেষ্টিত ভন্ড নেতা নিয়েছে দখল।
বলদ ধরে হাল খচ্চর চালায় গাড়ি
দুর্ভাগা দেশ হাতির পিঠে গাধা সোয়ারি।