ঝিনাইদহ সদরটপ লিড

ঝিনাইদহ-যশোর মহাসড়কে ক্ষতিগ্রস্থ কালভার্ট, খেজুরের ডালই ভরসা

#শিপলু জামান, ঝিনাইদহে চোখঃ

ঝিনাইদহের কালীগঞ্জে যশোর-ঝিনাইদহ মহাসড়কের ক্ষতিগ্রস্থ কালভার্ট সংস্কার হয়নি গত এক মাসে ।

গিয়ে দেখা যায় কালীগঞ্জ উপজেলার যশোর-ঝিনাইদহ মহাসড়কের ছালাভরা নামক স্থানে মহাসড়কের সংযোগকারী কালভার্ট এর উপরের রাস্তার মাঝের অংশের বেশিরভাগ ভেঙ্গে গাড়ি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। দুই পাশের অংশ দিয়ে কোনমতে মারাত্মক ঝুঁকি নিয়ে হেলেদুলে চলছে সকল ধরনের হালকা, ভারী ও অতিরিক্ত পণ্যবাহী যানবাহন।

মহাসড়কের এই অংশটি মেরামত না করায় চালক, যাত্রী, পথচারী ও এলাকাবাসী চরম উৎকন্ঠা প্রকাশ করছে। যে কোন সময় ঘটে যেতে পারে জান ও মালের অপূরনীয় ক্ষতি। যশোর-ঝিনাইদহ মহাসড়কে কালীগঞ্জ থেকে প্রায় ৬ কিঃমিঃ উত্তরে অধিক দুর্ঘটনাপ্রবণ এলাকা ছালাভরা নামক স্থানে ব্রিজের ওপরে রাস্তার মাঝের অংশ ভেঙ্গে গাড়ি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে এক মাস যাবৎ। বৃষ্টির কারনে সড়কের ঐস্থানটি বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাজ অনেকটা দায় সারার মত,একটি সাইনবোর্ড ও লাল পতাকা দিয়ে দেওয়া হয়েছে সতর্কতা চিহ্ন।

মারাত্মক ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। রাতে ঐ মহাসড়কে চলাচলরত যানবাহনের চালকদেরকে সতর্ক করার উদ্দেশ্যে এলাকাবাসি মহাসড়কের ভাঙ্গা রাস্তার মাঝে বাড়তি সতর্কতা হিসাবে পুতে দিয়েছে খেঁজুরের ডাল যাতে চালকরা দূর থেকে গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে পারে। মহাসড়কে চলাচলকারী জে আর পরিবহনের চালক আরিফ বলেন, ঝুকি নিয়ে সড়কে চলাচল করে থাকি এই এলাকা সড়ক দূর্ঘটনার জন্য একটি ঝুঁকিপূর্ণ এলাকা হিসাবে অতি পরিচিত তাই প্রায়ই এখানে ছোটবড় সড়ক দূর্ঘটনা ঘটে থাকে। গত মাস খানেক পূর্বেও এই স্থানে একটি সিমেন্ট ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এই ব্রিজের পাশের খাদে পড়ে চালক ও হেলপার মারা যান। এরপর একমাসে ও সংস্কার হয়নি কালভার্টটি ।

এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণারানী সাহা বলেন , সওজ সাথে কথা বলে ব্যবস্থা গ্রহন করা হবে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button