ঝিনাইদহ সদর

সাইফুল ইসলাম (কনার) পিএইচডি ডিগ্রি লাভ

#গিয়াস উদ্দীন সেতু, ঝিনাইদহের চোখঃ

ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের কৃতিসন্তান সাইফুল ইসলাম কনার, পি এইচ ডি ডিগ্রি লাভ।কনা ডাকবাংলা মাগুরাপাড়া গ্রামের মরহুম মোহাম্মদ আলী মন্ডল এর কনিষ্ঠ পুত্র।

তার গবেষণার স্বীকৃতিস্বরূপ স¤প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয় তাকে পিএইচডি ডিগ্রি প্রদান করেছে। তার পিএইচডি গবেষণার শিরোনাম ছিল “LEVEL SEPARATION ON INTUITIONISTIC FUZZY TOPOLOGICAL SPACES”।

তার গবেষণার তত্ত¡াবধায়ক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রফেসর ডঃ মোঃ শাহাদৎ হোসেন। এর পূর্বে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে বিএসসি সম্মান (প্রথম শ্রেণীতে দ্বিতীয় স্থান); এমএসসি (প্রথম শ্রেণীতে প্রথম স্থান) এবং কৃতিত্বের সাথে এমফিল ডিগ্রী অর্জন করেন।

বর্তমানে তিনি ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাযয়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সি এস ই) বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তার এই ডিগ্রী অর্জন করাই ডাকবাংলার বিভিন্ন মহল অভিন্দন জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button