পাঠকের কথা
নিঃসঙ্গ ডাহুক পাখিটা–সালমা ইসলাম
#ঝিনাইদহের চোখঃ
ঘোর লাগা সন্ধ্যায় নিঃসঙ্গ ডাহুক পাখিটা একা একা ডেকেই চলছে,
প্রতিক্ষার গায়ে নামছে যে ঘোর আঁধার,
হারিয়ে যাওয়ার বেদনায় নোনা জলের সাগরের অথৈ সে ভাসে একা
পৃথিবীর নীড়ে একাকীত্বের বেদনা তিলে তিলে নিঃশেষ করে।
নিকষ আঁধারে ধেয়ে আসে হায়েনার থাবা
মাংসের গন্ধে ওদের উন্মাদনা, নিজেকে রুখিবার আপ্রাণ প্রচেষ্টা।
তবু বাঁচার ইচ্ছা ভালোবাসার আলিঙ্গনে
প্রিয়তমর বুকে দীর্ঘশ্বাস ফেলে ভালোবাসার শূন্যতায় দিন যাপনের কথা।
রাতের শেষে শুকতারাটা জানিয়ে দেয়
সংকিত আর নয়,
আঁধার কেটে আলোর ভোর জাগবে পৃথিবীতে সবাই আসে নিজের অধিকারে।
কেউ তা কেড়ে নেয় বিষাক্ত ছোবলে
তবুও লড়তে হবে জীবনের তাগিদে।