পাঠকের কথা
ভুল—সালমা ইসলাম
#ঝিনাইদহের চোখঃ
আমার ভুলটা আমি শুধরাতে পারি না কবিতার আদ্যাক্ষরে
ভুলটাই যেন থেকে যায় বারে বারে।
বার বার ভাবি এবার সবকিছু শুধরিয়ে নিবো ,কিন্তু এবার ভুলের সংখ্যাটা ক্রমোনয়ে বাড়তেই থাকে,
ভুল ভাল লেখা, ভুল কথা, এলোমেলো পথচলা, সবকিছুতেই ভুল আর ভুল,
ভুলে ভুলে একদিন ঠিকটা হয়তো ভুলে যাব
কেন এমন হয় বলতে পারো? তোমারও কি
আমার মত সবকিছুতে ভুল হয়?
তোমার আবার ভুল হবে কেমন করে
তুমি তো ভেবেচিন্তে সব করো,
আমার এখন আর ভাবনা আসেনা
ভাবতে গেলে ভুলে যায়, কষ্ট হলে আরো ভুলি
হয়তো আমি আর শুধরাবো না ভুলের মধ্যেই রয়ে যাব।