তুমি নেই বলে–হাবিবুর রহমান রিজু
#ঝিনাইদহের চোখঃ
১
শাসকের ভ্রুকুটি উপেক্ষা করে
অন্যায় আর অসত্যের বিরুদ্ধে
আমি সেদিন মিছিলে ছিলাম
প্রেমের শতফুল ফুটবে বলে
দুরন্ত স্পর্ধায় রক্তাক্ত সংগ্রামে
মৃত্যু-পণ ঝাঁপিয়ে পড়তাম।
সেদিন তুমি সাথে ছিলে বলে
আমি অমন নির্ভীক হতে পারতাম
হাসতে হাসতে মৃত্যুর মুখোমুখি দাঁড়াতাম
অন্ধকার কারা প্রকোষ্ঠকে আলিঙ্গন করতাম
লোভী জীবনের হাতছানি এড়িয়ে চলতাম
বিশ^ মানবতার পক্ষে জয়গান গাইতাম।
২
তুমি ছিলে বলে
রাজনীতির হিং¯্র কুটিল পথ
আমার কাছে হয়ে উঠত পদ্যময়
ষড়যন্ত্রের জাল ছিন্ন করে
অগ্রসর করে আমার জয়রথ
আমি হয়ে উঠতাম হিরন্ময়।
৩
আজ তুমি নেই বলে
সুবাস হারানো শুকনো ফুলে
মালা গাঁথা হয় না যে
হৃদয় রুধির শুকিয়ে
তপ্ত অঙ্গার বুকে
চলেছি একা নেই দিশে।
তুমি ছাড়া শুন্য হৃদয়
শুধুই নিঃসীম শুন্যতায়
লক্ষ্যহীন অসীম সীমানায়
মরু হাহাকারে অন্তহীন বেদনায়
নিঃস্ফল অসহায় বোবা কান্নায়
তুমি তুমি বলে কাতরায়।
৪
হারিয়ে জীবনের শ্রেষ্ঠ সম্পদ
পাড়ি দিতে পারি না
রাজনীতির হিং¯্র কূটিল পথ,
দৃপ্ত কণ্ঠে মুক্তির শ্লোগান
ধ্বনিত হয় না আর
থেমে গেছে আমার জয়রথ।
৫
তুমি নেই বলে একলা চলি এই মনে
এই বিশ্ব চরাচরে চির বিদায়ক্ষণে
স্বজন খুঁজিবো যন্ত্রণা কাতর শেষ নয়নে
কেউ ছুটে আসবে না কাছে শেষ স্মরণে
সব ক্ষুধা সব জ্বালা নিঃশেষ মরণে
দুর্গন্ধ খবর দেবে আমি শেষ শয়নে।