চাঁদের কক্ষপথে সফলভাবে পৌঁছল চন্দ্রযান-২
#ঝিনাইদহের চোখঃঃ
ভারতের ‘চন্দ্রযান-২’আজ(মঙ্গলবার) চাঁদের কক্ষপথে ঢুকেছে। ভারতীয় সময় সকাল ৯-২৮’এ এটি চাঁদের কক্ষপথে ঢুকে। উৎক্ষেপণের ২৯টি পর চাঁদের কক্ষপথে ঢুকলো ‘চন্দ্রযান-২।’একে ২২ জুলাই ভারতের শ্রীহরিকোটা মহাকাশ কেন্দ্র থেকে ছোঁড়া হয়েছিল।
চাঁদের কক্ষপথে ঢোকার আগে ৩ হাজার ৬০০ কিলোমিটার বেগে ছুটে চলা ‘চন্দ্রযান-২’এর গতি কমাতে হয়েছে। চাঁদের কক্ষপথে ঢোকার পরও এ গতি কমানোর ধারা বজায় থাকবে। না হলে এটি নামার বদলে চাঁদের মাটিতে আছড়ে পড়তে পারে। না হলে চাঁদের কক্ষপথে না ঢুকে এটি সৌরমণ্ডলের দিকে চলে যেত। আগামী মাসের ৬ বা ৭ তারিখে এটি চাঁদে নামবে বলে আশা করা হচ্ছে।
ভারতের চন্দ্র অভিযানের নেতৃত্ব দিচ্ছেন দুই নারী । তারা হলেন, প্রকল্প পরিচালক মুতাইয়া ভানিয়া এবং মিশন পরিচালক ঋতু কারিধাল। এ অভিযানে ভারতের ব্যয় হচ্ছে অভিযানে ভারত ব্যয় করছে ১৪ কোটি ৬০ লাখ ডলার বা এক হাজার মিলিয়ন রুপি।