ঝিনাইদহে মাদক-জঙ্গীবাদ-গুজব ও সন্ত্রাস বিরোধী মতবিনিময় (ভিডিও-সহ)

#সাদ্দাম হোসেন, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহে মাদক, জঙ্গীবাদ, গুজব ও সন্ত্রাস বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে বুধবার বিকেলে পুলিশ লাইন্সে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় ঝিনাইদহ পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি ড. খ মহিদ উদ্দিন। সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল হাই, তাহজীব আলম সিদ্দিকী, আনোয়ারুল আজীম আনার, মহিলা এমপি খালেদা খানম, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সেসময় ইমাম, শিক্ষক, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা, সমাজ থেকে মাদক, জঙ্গীবাদ, সন্ত্রাস প্রতিরোধ ও গুজব রোধে সকলকে এগিয়ে আসার আহŸান জানান।